Site icon Jamuna Television

আফগানিস্তানের মসজিদে বন্দুকধারীদের হামলা, নিহত ৮

প্রার্থনার সময় মসজিদে হামলা।ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পারওয়ান প্রদেশে একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।
মঙ্গলবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, মাগরিবের নামাজের সময় এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ একদল অস্ত্রধারী মসজিদে ঢুকে পড়ে। এরপরই নামাজরত মুসল্লিদের ওপর এলোপাথাড়ি গুলি চালায়।

এখনো এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে স্বীকার না করলেও সন্দেহের তীর তালেবানের দিকে।

Exit mobile version