Site icon Jamuna Television

আশ্রয়কেন্দ্রে আসার পথে একজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পরীরখাল আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে আসার পথে শহীদ (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শহীদের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ সেলিম নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান সেলিম বুধবার সকালে জানান, শহীদ অসুস্থ ছিলেন। তিনি আম্পানের কারণে নিরাপদ আশ্রয় নিতে পরীরখাল আশ্রয় কেন্দ্রে আসছিলেন। পথিমধ্যে অসুস্থতা বেড়ে গেলে রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়া ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। আমরা তার পরিবারকে যথাযথ সহায়তা প্রদান করবো।

Exit mobile version