Site icon Jamuna Television

যে নাম্বারে ফোন করে জানা যাবে আম্পানের আপডেট

'আম্পান' বাংলাদেশে জোয়ার পাবে নাকি ভাটা?

'আম্পান' বাংলাদেশে জোয়ার পাবে নাকি ভাটা?

উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান। ইতোমধ্যে এর প্রভাবে ভারতের উড়িষ্যা, দিঘায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

এদিকে মঙ্গলবার রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আম্পানের প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। তবে মাঝেমধ্যে গতিপথ পরিবর্তন করছে আম্পান।

আম্পানের প্রতি মুহূর্তের খবর জানাতে হটলাইন খুলেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। যে কোনো মোবাইল অপারেটর থেকে ১০৯০ নাম্বারে ফোন করে আম্পানের আপডেট পাওয়া যাবে।

একই সঙ্গে এই নম্বরে ডায়াল করে ১ ডায়াল করলে সমূদ্রগামী জেলেদের জন্য আবহাওয়া বার্তা, ২ ডায়াল করলে নদী বন্দরসমূহের জন্য সতর্ক সংকেত, ৩ ডায়াল করলে দৈনন্দিন আবহাওয়া বার্তা, ৪ ডায়াল করলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত, ৫ ডায়াল করলে দেশের বন্যা তথা বিভিন্ন নদ-নদীর পানি হ্রাসবৃদ্ধি অবস্থা সম্পর্কিত তথ্য জানা সুযোগ রয়েছে।

দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মোবাইল ফোনের মাধ্যমে দুর্যোগের আগাম বার্তা জানানোর জন্য দীর্ঘদিন ধরেই টোল ফ্রি আইভিআর পদ্ধতি চালু রয়েছে। আম্পানের জন্য আইভিআর সেবাটি নতুন ভাবে সাজানো হয়েছে।

Exit mobile version