Site icon Jamuna Television

১০ সপ্তাহ পর অনুশীলনে ফিরলেন রোনালদো

ক্রিশিয়ানো রোনালদো-ছবি: সংগৃহীত

১০ সপ্তাহ পর নিজের ক্লাবের অনুশীলনে ফিরলেন ক্রিশিয়ানো রোনালদো। তবে ইতালিয়ান লিগ আবারো শুরু হবে কি না তা নিয়ে আবারো তৈরি হয়েছে ধোঁয়াশা। দীর্ঘ লক ডাউনের পর ১৩ জুন শুরু হবার কথা সিরিআ।

এদিকে, পর্তুগাল থেকে ফিরে নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে নিজেকে তৈরি করেন সিআর সেভেন। এর আগে মার্চের ৮ তারিখ সবশেষ ম্যাচ খেলে মাদেইরাতে চলে যান ৫ বারের ব্যালন ডি অর জয়ী রোনালদো।

তবে ইটালিয়ান লিগের ক্লাব পারমার দুই ফুটবলার করোনা পজেটিভ ধরা পড়ায় আবারো পিছিয়ে যেতে পারে লিগ, এমন শঙ্কা করছে দেশটির গণমাধ্যম। দেশটির সরকার আরও একদিন বাড়িয়ে ১৪ জুন পর্যন্ত লিগ স্থগিত রাখার নির্দেশ দেয়।

Exit mobile version