Site icon Jamuna Television

পটুয়াখালীতে নৌকাডুবে ভলান্টিয়ার নিখোঁজ

পটুয়াখালীর কলাপাড়ায় নৌকাডুবে এক ভলান্টিয়ার নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড। আজ এই ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম শাহ আলম। তিনি কলাপাড়া ধানখালী ৬ নং ইউনিটের টিম লিডার। তিনি ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচতে মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছিলেন।

জানা যায়, টিম লিডার শাহ আলমসহ তিনজন ঘূর্ণিঝড়ের সংকেত এবং মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নৌকা করে ঘুরে ঘুরে মাইকিং করছিলেন। প্রবল ঢেউয়ের কারণে ডুবে যায় নৌকা। এসময় দুইজন উঠে আসতে পারলেও নিখোঁজ হন শাহ আলম।

ঘূর্ণিঝড় আম্পানের কারণে উপকূলীয় এলাকাগুলোতে মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। উপকূলীয় এলাকাগুলোতে দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে গতকাল থেকেই। আজ বিকাল বা সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি সুন্দরবনের পাশ দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অতিক্রম করতে পারে।

Exit mobile version