Site icon Jamuna Television

ঈদুল ফিতরের পর খুলে দেওয়া হবে আল-আকসা মসজিদ

পবিত্র আল-আকসা মসজিদ। ছবি- সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটির পর মুসল্লিদের জন্য খুলবে পবিত্র আল-আকসা মসজিদ। মঙ্গলবার, জেরুজালেম ইসলামিক ওয়াকফ এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে টানা দু’মাস বন্ধ ছিলো মসজিদে নামাজ আদায়; মুসল্লিদের প্রবেশে ছিলো নিষেধাজ্ঞা। গেলো ৫০ বছরের মধ্যে প্রথমবার এমন পদক্ষেপ নেওয়া হয়।

১৫ মার্চ ধর্মীয় কর্মকর্তারা মসজিদ এবং ডোম অব রক বন্ধ ঘোষণা করেন। এক সপ্তাহ পর মসজিদ প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে সমাবেশ নিষিদ্ধ করা হয়। এটি মুসলমানদের কাছে হারাম আল-শরিফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট বলে পরিচিত।

মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি জানান, স্বাস্থ্যবিধি যাতে লঙ্ঘিত না হয় সেভাবেই যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

Exit mobile version