Site icon Jamuna Television

সাড়ে ১৯ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ

সাড়ে ১৯ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ

সাড়ে ১৯ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ ২৫ হাজার। আক্রান্ত হয়েছেন প্রায় অর্ধ কোটি মানুষ। এ সব কিছুর মধ্যে ইতিবাচক খবর হচ্ছে ইতিমধ্যে ১৯ লাখ ৬০ হাজার ৪৭২ জন করোনামুক্ত হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার দুপুর ১টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩ লাখ ২৪ হাজার ৯৭০ জন মানুষ। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৪৯ লাখ ৮৯ হাজার ১৯৭ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২৬ লাখ ৫৮ হাজার ৩২৪ জন চিকিৎসাধীন এবং ৪৫ হাজার ৪৩১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৯ লাখ ৬০ হাজার ৪৭২ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Exit mobile version