Site icon Jamuna Television

সারাবিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩ লাখ ২৫ হাজার, মোট আক্রান্ত প্রায় অর্ধ কোটি

সারাবিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩ লাখ ২৫ হাজার

সারাবিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩ লাখ ২৫ হাজার

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৩ লাখ ২৪ হাজার ৯৭০ জনের প্রাণহানি হয়েছে। ছোঁয়াচে এ ভাইরাসে সংক্রমিত হয়েছে ৪৯ লাখ ৮৯ হাজার ২৮০ জন।

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৪ হাজার ৫৭০ জনের মৃত্যু হলো। নতুনভাবে কমপক্ষে এক লাখ মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯।

এরমধ্যে যুক্তরাষ্ট্রেই একদিনে দেড় হাজারের বেশি মানুষ মারা গেছেন। সবমিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৯৩ হাজার ছাড়ালো।

এছাড়া করোনাভাইরাসের নতুন হটস্পট ব্রাজিলে রেকর্ড ১১শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে মোট প্রাণহানি প্রায় ১৮ হাজার। ব্রিটেনে একদিনে ৫৪৫ জনের মৃত্যুর পর ৩৫ হাজার ছাড়ালো প্রাণহানি। এছাড়া ইউরোপের দেশগুলোয় লক্ষ্যণীয়ভাবে কমেছে মৃত্যু আর সংক্রমণ।

গোটা বিশ্বে, প্রাণঘাতী ভাইরাসটির প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৫২২ জন মানুষ।

Exit mobile version