Site icon Jamuna Television

দেশে করোনায় শনাক্তের রেকর্ড, মৃত্যু আরও ১৬ জনের

দেশে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৭ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। মোট ২৬ হাজার ৭৩৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময় মারা গেছেন আরও ১৬ জন। মোট মারা গেছেন ৩৮৬ জন। সুস্থ হয়েছেন ২১৪। মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২০৭ জনের।

আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়।

Exit mobile version