Site icon Jamuna Television

২ বাংলাদেশিসহ ৩০ নাবিককে জীবিত পাওয়ার আশা নেই

বিস্ফোরণের পর ডুবে গেলো চীন উপকূলে দুর্ঘটনার কবলে পড়া ইরানের তেলবাহী ট্যাঙ্কারটি। এর মাধ্যমে শেষ হয়ে গেলো দুই বাংলাদেশিসহ ৩০ নাবিকের মরদেহ পাওয়ার শেষ আশাটুকুও।

বোববার বিকালে বিস্ফোরণের পর পুরোপুরি পানিতে তলিয়ে যায় ট্যাঙ্কারটি। গত সপ্তাহে ইরানের তেলবাহী ট্যাঙ্কারের সাথে মালবাহী জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিখোঁজ হন নাবিক ৩২ জন। পরে উদ্ধার করা হয় ২ জনকে। নিখোঁজদের মধ্যে ২ বাংলাদেশি ছাড়া বাকি সবাই ইরানি নাগরিক।

ইরান মেরিটাইম এজেন্সির প্রধান মাহমুদ রাস্তাদ বলেছেন, আর কারো বেঁচে থাকার আশা নেই।

আট দিন ধরে অভিযানে উদ্ধার হয় মাত্র দুই জনের মরদেহ। এদিকে দুর্ঘটনার কবলে পড়াদের এমন নিমর্ম পরিণতিতে হতাশ স্বজনরা। তাদের অভিযোগ, উদ্ধার অভিযানে ইরানী কর্তৃপক্ষ যথাযথ তৎপর ছিলো না।

Exit mobile version