Site icon Jamuna Television

‘টোয়ালাইট’ খ্যাত অভিনেতা ও তার প্রেমিকার মরদেহ উদ্ধার

'টোয়ালাইট' খ্যাত অভিনেতা ও তার প্রেমিকার মরদেহ উদ্ধার

অভিনেতা গ্রেগোরি টাইরি বয়েস এবং তার প্রেমিকা নাটালি

‘টোয়াইলাইট’ অভিনেতা গ্রেগোরি টাইরি বয়েস এবং তার প্রেমিকা নাটালির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাস ভেগাসের একটি বাড়ির একই কক্ষ থেকে তাদের দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তারা। এছাড়া ৩০ বছর বয়সী অভিনেতা ও তার প্রেমিকার দেহের পাশ থেকে সাদা পাউডারের একটি প্যাকেট পাওয়া গিয়েছে। তবে, খুনের অভিযোগও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

২০০৮ সালে ‘টোয়ালাইট’ ছবিতে অভিনয় করেছিলেন গ্রেগোরি। এছাড়াও ট্রেভর জ্যাকসনের ২০১৮ সালের শর্টফিল্ম ‘অ্যাপোকালিপস’ এ অভিনয় করেছিলেন তিনি।

Exit mobile version