Site icon Jamuna Television

মুশফিক-সাকিবের ব্যাট ফিরিয়ে আনতে চায় বিসিবি

করোনাভাইরাসে দরিদ্রদের সাহায্যে এগিয়ে এসেছেন দেশের ক্রিকেটাররা। এরই অংশ হিসেবে নিজেদের ক্রিকেটীয় স্মারক নিলামে বিক্রি করছেন কেউ কেউ। ইতোমধ্যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ নিলামের মাধ্যমে নিজেদের ব্যাট ও গ্লাভস বিক্রি করেছেন। মাশরাফি বিক্রি করেছেন তার ব্রেসলেট।

তবে সাকিব-মুশফিকের ব্যাট ফিরিয়ে আনার ইচ্ছে জানিয়েছে বিসিবি। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এটি জানিয়েছেন।

পাপন সাংবাদিকদের জানান, ‘আমি উদ্যোগ নেব তো অবশ্যই। সবসময়ই ইচ্ছে ছিল। এখন এখানে তো আমরা নিলামে অংশ পারি না। পরে আমরা চেষ্টা করব কীভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব।’

Exit mobile version