Site icon Jamuna Television

বাংলাদেশে দুর্বল হচ্ছে ‘আম্পান’, নিহত ৮

বাংলাদেশের উপকূলে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় আম্পান। সুপারসাইক্লোনটির বর্ধিতাংশ অতিক্রম শুরু করেছে বাংলাদেশের সীমানা। গাছ চাপা ও পানিতে ডুবে পটুয়াখালীতে ২, ভোলায় ২, যশোরে ২ সাতক্ষীরায় ১ ও পিরোজপুরে ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরইমধ্যে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে অধিকাংশ মানুষকে। আম্পানের প্রভাবে উপকূলের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। ফুলে ফেঁপে উঠেছে সাগর ও নদ-নদী। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে বরগুনা, বরিশাল, বাগেরহাটসহ উপকূলের বেশিরভাগ জেলায় জারি রয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে, রাত বারোটা নাগাদ বাংলাদেশ সীমানা অতিক্রম করেছে সুপার সাইক্লোনের প্রবল অংশটি। এখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ‘আম্পান’

অবশ্য, বাংলাদেশের আগেই অনেকটা দুর্বল হয়ে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে ঝড়টি। এর প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত ও ঝড় হচ্ছে। ভূমিধসের পাশাপাশি উপড়ে পড়েছে গাছপালা, বিধ্বস্ত হয়েছে বহু বসতবাড়ি। রাজ্যের প্রায় ৩ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে কলকাতা বিমানবন্দর। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, পূর্ব মেদিনীপুর, ২৪ পরগনাসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে তাণ্ডব অতিক্রম করতে সময় লাগতে পারে ৪ ঘণ্টা। ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ১৬০ থেকে ১৮০ কিলোমিটার। এদিকে, আম্পানের প্রভাবে শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। প্রাণ গেছে ২ জনের।

Exit mobile version