Site icon Jamuna Television

পটুয়াখালীর সিপিপির টিম লিডারের মৃতদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ মানুষকে সাইক্লোন শেল্টারে আসার প্রচারণা কাজ চালাতে গিয়ে নৌকা ডুবে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার সৈয়দ শাহ আলমের (৬০) মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকালে নৌকাডুবির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক।

জানা যায়, মৃত শাহ আলম ধানখালী গ্রামের সৈয়দ সোনা মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিপিপি’র টিম লিডার ছিলেন। ৪নং ওয়ার্ডে অবস্থিত তার নিজ বাড়ি হতে নৌকাযোগে ৬নং ওয়ার্ডে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি ঘূর্ণিঝড় আম্পানের সতর্কীকরণ প্রচারণা কাজের জন্য বের হয়েছিলেন। এমন সময় হঠাৎ প্রবলবেগে বাতাস আসলে নৌকাটি পানিতে তলিয়ে যায়। নৌকায় থাকা তার চাচাতো ভাই ও ছেলে উপরে উঠতে সক্ষম হলেও শাহ আলম পানিতে তলিয়ে যায়।

খালটিতে প্রচুর কচুরিপানা ও তার কাছে প্রচারণার সরঞ্জামাদি থাকায় অনেক খোঁজা-খুঁজি করার পরেও তার সন্ধান পেতে সময় লাগে।

Exit mobile version