Site icon Jamuna Television

এবার ডিএসসিসির আরেক কর্মকর্তাকে অপসারণ

এবার অপসারণ করা হল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আরেক কর্মকর্তাকে। চাকরিচ্যুত আতাহার আলী খান রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর কর্মকর্তা বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত।

বুধবার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই অফিস আদেশ জারি করেছেন।

জারিকৃত অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারি চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে চাকরি থেকে তাকে অপসারণ করা হল।

এর আগে গত রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামানকে ‍দুর্নীতির অভিযোগে চাকরি থেকে অপসারণ করা হয়।

Exit mobile version