Site icon Jamuna Television

সাত খুন মামলায় ১৫ জনের ফাঁসি বহাল

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন ও এমএম রানাসহ ১৫ জনের ফাঁসির দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেয়া বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করেছেন উচ্চ আদালত। আর বহাল রেখেছেন বিভিন্ন মেয়াদে ৯ জনকে দেয়া জেলসাজা। এই রায়ের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন,  যাদের সাজা কমানো হয়েছে, পূর্ণাঙ্গ রায় দেখে আপিল করা হবে। অন্যদিকে আদালতের পর্যবেক্ষণে বলা হয়,  কিছু সদস্যের জন্য পুরো আইনশৃঙ্খলাবাহিনীকে দায়ী করা যায় না।

বিকেল সাড়ে ৪টার দিকে বিচারপতি ভবানী প্রসাদসিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম এই রায় ঘোষণা করেন। নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ, রানা ছাড়াও হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রেখেছেন- এমদাদুল হক, আরিফ হোসেন, হীরা মিয়া, বেলাল হোসেন, আবু তৈয়ব, শিহাবউদ্দিন, পূর্ণেন্দু বালা, রুহল আমিন, আব্দুল আলীম, মহিউদ্দিন মুন্সী ও আল আমিন শরীফের। যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে- আলী মোহাম্মদ, মিজানুর রহমান, রহম আলী, আবুল বাশার, আসাদুজ্জামান, মোর্তুজা চার্চিল, এনামুল, সেলিম, সানাউল্লাহ শাহাজাহান ও জামালউদ্দিনকে। ২০১৪ সালে ২৭ এপ্রিল তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে আসামীরা। তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা

 

 

যমুনা অনলাইন/এফকে

Exit mobile version