Site icon Jamuna Television

জরুরি যাতায়াতে বিড়ম্বনা এড়াতে ‘মুভমেন্ট পাস’ চালুর উদ্যোগ পুলিশের

জরুরি যাতায়াতে লাগবে পুলিশের 'মুভমেন্ট পাস'

জরুরি যাতায়াতে লাগবে পুলিশের 'মুভমেন্ট পাস'

লকডাউন পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে অনেক সময় বের হতে হয়, যাতায়াত করতে হয়। এ সময় যেন কেউ হয়রানির শিকার না হন সেজন্য আগেই পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে। এ লক্ষ্যে ‘মুভমেন্ট পাস’ নামের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া চালু করবে পুলিশ। এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে। প্রয়োজনীয় নিরীক্ষা শেষে খুব শীঘ্রই চালু করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

এ পদ্ধতিতে যেখানে কোথায়, কখন, কীভাবে যাবেন তা জানিয়ে আবেদন ফরম পূরণ করলে পুলিশ অনুমতি দেবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি মিলবে। প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুইটি আলাদা পাসের আবেদন করতে হবে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে সারাবিশ্বে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কিন্তু জরুরি প্রয়োজনে মানুষকে অবশ্যই ঘরের বাইরে যেতে হয়। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশ অনলাইনে আবেদনের মাধ্যমে যথোপযুক্ত কারণ দেখিয়ে বাইরে যাবার অনুমতি নেয়ার উদ্যোগ নিচ্ছে।

অনলাইনে আবেদনের ঠিকানা:

https://movementpass.police.gov.bd

উক্ত লিংকে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। অতঃপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে পাসের জন্য আবেদন করা যাবে।

মুভমেন্ট পাস এর জন্য কী কী তথ্য লাগবে?

১. যে থানা এলাকা থেকে যাবেন

২. যে থানা এলাকায় যাবেন

৩. আপনার নাম

৪. লিঙ্গ

৫. বয়স

৬. ভ্রমণের কারণ

৭. পাস ব্যবহারের তারিখ ও সময়

৮. পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়

৯. পরিচয় পত্র

১০. নিজস্ব গাড়ি কি

১১. আপনার ছবি

যে সকল কারণে আপনি বাইরে যেতে পারবেন:

১. মুদি মালামাল কেনাকাটা

২. কাঁচা বাজার

৩. ঔষধ ক্রয়

৪. চিকিৎসা

৫. চাকরি

৬. কৃষিকাজ

৭. পণ্য পরিবহন

৮. পণ্য সরবরাহ

৯. ত্রাণ বিতরণ

১০. পাইকারি/খুচরা ক্রয়

১১. পর্যটন

১২. মৃতদেহ সৎকার

১৩. ব্যবসা

১৪. অন্যান্য

পরিচয় পত্র হিসেবে কী কী ব্যবহার করা যাবে?

১. জাতীয় পরিচয় পত্র

২. ড্রাইভিং লাইসেন্স

৩. পাসপোর্ট

৪. জন্ম নিবন্ধন

৫. স্টুডেন্ট আইডি

জানা গেছে, এ ব্যবস্থায় প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য।

Exit mobile version