Site icon Jamuna Television

যশোরে গাছ চাপায় মা-মেয়ে নিহত

যশোরের চৌগাছায় ‘আম্পানের’ তাণ্ডবে গাছ চাপা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলেন ওই চাঁদপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী খ্যান্ত বেগম(৪৫) ও তার মেয়ে রাবেয়া(১৩)।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে ঘরের পাশের একটি গাছ ভেঙ্গে ঘরের উপর পড়লে তারা নিহত হন। এসময় তারা ঘরে ছিলেন। প্রচন্ড ঝড় ও বৃষ্টির কারনে তাদের উদ্ধার করতে দেরি হয়।

বুধবার সারাদিন থেমে থেমে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হলেও রাতে প্রচণ্ড বেগে ঝড় বইছে। রাত ৮ টার পর থেকে বাড়তে থাকে ঝড়ের গতিবেগ। ১৩৫ কিলোমিটার বেগে যশোরে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়- এমন খবর দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।।

এতে গোটা জেলার বিভিন্ন এলাকায় গাছপালা, ঘরবাড়ি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, খনও কোনো মৃত্যুর খবর পাইনি। আর ঝড় না থামলে ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া সম্ভব নয়।

Exit mobile version