Site icon Jamuna Television

আইনের হাত অনেক লম্বা- আবারও বললেন ডিএমপি কমিশনার

‌’আইনের হাত অনেক লম্বা’ বলে আবারও মন্তব্য করলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। হত্যার হুমকি দেয়া ডিআইজি মিজানের বিরুদ্ধে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ্ তুহিন ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকনের জিডি গ্রহণ না করা প্রসঙ্গে আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পাশাপাশি ডিএমপি কমিশনার আরও বলেন, থানায় একজন অফিসারের বিরুদ্ধে জিডি না নিলে অভিযোগকারী আদালতে যেতে পারেন।

এর আগে গত শনিবার একই রকম কথা বলেছিলেন উর্ধ্বতন এ পুলিশ কর্মকর্তা। ওই দিন পল্টন কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘থানা জিডি নেয়নি। তবে আইনের হাত কিন্তু অনেক লম্বা ও অনেক স্তর রয়েছে। থানা যদি পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে অভিযোগকারী কিন্তু আদালতে যেতে পারেন।’

গত ১৪ জুলাই রাজধানীর পান্থপথ এলাকা থেকে মিজান কর্তৃক এক তরুণীকে উঠিয়ে নিয়ে নেয়া এবং পরে জোরপূর্বক বিয়ে ও নির্যাতন সংক্রান্ত খবর যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরে নানা প্রমাণ সহকারে প্রচারিত হয়।

এতে ক্ষুব্ধ ডিআইজি মিজান যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকনকে ফোনে হত্যার হুমকি দেন। সেই হুমকির অডিও রেকর্ড ইতোমধ্যে যমুনা টেলিভিশনে প্রচারিত হয়েছে। এরপর নিরাপত্তাহীনতায় ভোগা সাংবাদিকরা থানায় জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি। ডিআইজি মিজানকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হলেও গত এক সপ্তাহে তার বিরুদ্ধে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো নিজের প্রভাব খাটিয়ে ভু্ক্তভোগী মেয়ের পরিবারকে নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

Exit mobile version