Site icon Jamuna Television

নদী ভাঙ্গনের কবলে সাতক্ষীরার ১৩ পয়েন্ট, পানি ঢুকেছে লোকালয়ে

সাতক্ষীরা, বাগেরহাট, খুলনাসহ দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান।

এদিকে আম্পানের আঘাতে নদী ভাঙ্গনের কবলে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনির ১৩টি পয়েন্ট। পানি ঢুকে পড়েছে লোকালয়ে। শতশত ঘরবাড়ি বিধ্বস্ত। উপড়ে গেছে বহু গাছপালা। ক্ষতিগ্রস্ত ফসলি জমি। প্লাবিত হয়েছে মৎস্য ঘের।

রাজশাহী, কুষ্টিয়া ছাড়াও বিদ্যুৎবিচ্ছিন্ন উপকূলের বেশিরভাগ এলাকা। বাগেরহাটের মোংলা, পটুয়াখালী, খুলনা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে ঝড়ের তাণ্ডব কিছুটা কমলে আশ্রয়কেন্দ্র থেকে ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ।

Exit mobile version