Site icon Jamuna Television

সমুদ্র বন্দরগুলোতে মহাবিপদ সংকেত কমিয়ে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত জারি

সুপার সাইক্লোন থেকে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণহ হওয়ায় ঘূর্ণিঝড় আম্পানের জন্য মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নং মহাবিপদ সংকেত কমিয়ে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নং মহাবিপদ সংকেত কমিয়ে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আবহাওয়া অফিসে এক ব্রিফিং-এ এমন তথ্য দেয়া হয়।

অন্যাদিকে, বুধবার সারারাত তাণ্ডব চালিয়ে সকালে নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় আম্পান এখন অবস্থান করছে রাজশাহী অঞ্চলে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর এটি স্থল নিম্নচাপে পরিণত হয়।

Exit mobile version