Site icon Jamuna Television

ঘূর্ণিঝড়ে গাছ ও দেয়াল চাপায় বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যু

ঘূর্ণিঝড়ে গাছ ও দেয়াল চাপায় বিভিন্ন স্থানে ১০ জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে পটুয়াখালীতে গাছ চাপায় এক শিশু নিহত হয়েছে।

এছাড়া, নৌকা ডুবিতে নিখোঁজ এক ভলান্টিয়ারের মরদেহ নয় ঘণ্টা পর উদ্ধার করা হয়। ভোলায় ঝড়ের সময় নৌকাডুবে একজনের মৃত্যু এবং গাছ চাপায় মারা গেছে আরও একজন। যশোরের চৌগাছায় গাছচাপায় মারা গেছেন মা ও মেয়ে। এছাড়া গাছ চাপায় সাতক্ষীরা, ঝিনাইদহ, রংপুরে একজন করে নিহত ও পিরোজপুরে দেয়াল চাপায় মারা গেছেন আরও দুইজন।

Exit mobile version