Site icon Jamuna Television

করোনা, আম্পান উপেক্ষা করে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
শতভাগ বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে পৃথকস্থানে আজও পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছে। সকাল ৭টায় গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফ্লোরেট ফ্যাশন ওয়্যার কারখানার প্রায় ৬ শতাধিক পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এদিকে সকাল ৯টা থেকে টঙ্গীর বিসিকে দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। মার্চ ও এপ্রিল মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি।

অন্যদিকে টঙ্গীর ন্যাশনাল ফ্যান কারখানার কর্তৃপক্ষ বেতন দিতে অক্ষম জানিয়ে দিয়েছে। শ্রমিকরা উত্তেজিত হয়ে বিসিকের মূল সড়কে এসে বিক্ষোভ করছে।

এছাড়াও গাজীপুরের বড়বাড়ি, বোর্ড বাজার, কোনাবাড়ি, গাজীপুরা টঙ্গীর কলেজ গেইট এলাকায় কারখানার শ্রমিকরা শতভাগ বেতন বকেয়া ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করে।

Exit mobile version