Site icon Jamuna Television

করোনায় ‘চরম দারিদ্র্য’ ঝুঁকিতে ৬ কোটি মানুষ: বিশ্ব ব্যাংক

প্রাণঘাতি করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের ৬ কোটি মানুষ ‘চরম দারিদ্র্য’র মুখের পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব ব্যাংক।

সংস্থাটি বলছে, করোনাভাইরাস পরিস্থিতিতে লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছে, ব্যবসা-বাণিজ্যে লোকসান হচ্ছে, গরিব দেশগুলো বেশি দুর্ভোগ পোহাচ্ছে।

মঙ্গলবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস সতর্কবার্তা দিয়ে বলেন, বিশ্বব্যাংক আশঙ্কা করছে ২০২০ সালে বিশ্ব অর্থনৈতিক উৎপাদন পাঁচ শতাংশেরও বেশি সংকুচিত হবে, যা দারিদ্র্য দূরীকরণে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর গত তিন বছরে প্রচেষ্টা মুছে ফেলবে। লাখ লাখ জীবিকা ধ্বংস হয়ে গেছে এবং বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থা চাপের মধ্যে রয়েছে।

তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোতে কোভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যগত ও লকডাউনের কারণে যে অর্থনৈতিক প্রভাব পড়েছে, তা মারাত্মক। আমাদের অনুমান যে ৬ কোটি মানুষ একেবারে দরিদ্র হয়ে যাবে।

দরিদ্র দেশগুলোকে সংকট মোকাবেলায় সহায়তায় বিশ্বব্যাংক গ্রুপ ১৬ হাজার কোটি ডলারের অনুদান এবং ১৫ মাসের স্বল্প সুদে ঋণ বিতরণ কর্মসূচি নিয়েছে।

Exit mobile version