Site icon Jamuna Television

লকডাউনে নাপিত শচীন টেন্ডুলকার!

লকডাইনের কারণে বন্ধ সেলুন। ছেলে অর্জুন টেল্ডুলকারের মাথা ভর্তি ঝাকড়া চুল। কি আর করা মুশকিল আসান হিসেবে হাজির বাবা শচীন টেন্ডুলকার। কাঁচি হাতে নাপিত হলেন শচীন। ইনস্টাগ্রামে সেই ভিডিও প্রকাশ পেলে তা হয়ে যায় ভাইরাল।

নিজের ইনস্টাগ্রামে হেয়ার স্টাইলিস্ট হওয়ার ভিডিও শেয়ারও করেন শচীন। ব্যাট নিয়ে দুরন্ত স্কিলে আড়াই দশক গোটা বিশ্ব মাতিয়ে রাখার পর, এবার ছুরি, কাঁচি হাতেও নিজের দক্ষতা প্রমাণ করলেন তিনি। আর শচীনের এসিস্টেন্ট ছিলো কন্যা সারা।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে শচীন লিখেন, “বাবা হিসাবে সব কিছু করতে হয়। বাচ্চাদের সঙ্গে খেলা, জিম করার পাশাপাশি কখনো কখনো চুলও কেটে দিতে হয়। হেয়ার স্টাইল যাই হোক না কেন, অর্জুন তুমি সবসময়ই হ্যান্ডসাম থাকবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও নিয়ে চলছে আলোচনা।

Exit mobile version