Site icon Jamuna Television

হাঁটু পানি কলকাতা বিমানবন্দরে

ঘূর্ণিঝড় আম্পানের কারণে রানওয়ে তলিয়ে গেছে কলকাতা বিমানবন্দরের। এরআগে কখনও এমনটা দেখা যায়নি। হাঁটু সমান পানিতে ডুবে আছে বিমানগুলো।

জানা যায়, অন্তত ৪২টি বিমান ছিল এয়ারপোর্টে। একেকটির ওজন ৪০ টন। ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগের ধাক্কায় সেগুলো রীতিমত টলমল হয়ে যায়। যদিও সামনের দিকে ও পিছনের দিকে আটকানো ছিল, তা সত্বেও বিমানগুলি যেভাবে দুলছিল তাতে ভয়ই পেয়ে যান এয়ারপোর্টের কর্মীরা।

অনেকেই ভেবেছিলেন ঝড়ের আঘাত ভিতরে পৌঁছতে পারবে না। কিন্তু কাঁচের জানালা ভেদ করে আঘাত হানে বিমানবন্দরে আম্পান। ঝড়ের প্রস্তুতির সময় আগেই খুলে নেওয়া হয়েছিল বিজ্ঞাপনের বোর্ড।

এদিকে লকডাইনের কারণে এমনেই রয়েছে বিমান সেবা। শুক্রবারের আগে কলকাতা বিমানবন্দর থেকে কোনও বিমান উড়ছে না।

Exit mobile version