Site icon Jamuna Television

টেস্টে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন যারা

টেস্ট ক্রিকেটের ইতিহাসে যেসব উইকেটকিপার সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন তাদের সম্মান জানিয়ে করোনার এই কঠিন সময়ে টুইট করেছে আইসিসি।

কিপার হিসেবে সফল দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার মার্ক বাউচার। তিনি টেস্টে ব্যাট হাতে ৫টি সেঞ্চুরির সাহায্যে ৫ হাজার ৫২৫ রান সংগ্রহের পাশাশাশি কিপিংয়ে সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছেন। ১৯৯৭ সালে থেকে ২০১২ পর্যন্ত ১৪৭ টেস্টে সর্বোচ্চ ৫৩২টি ক্যাচ নিয়েছেন বাউচার।

এই তালিকায় দ্বিতীয় পজিশনে রয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। দেশের হয়ে ৯৬ টেস্টে ব্যাট হাতে ১৭টি সেঞ্চুরির সাহায্যে ৫ হাজার ৫৭০ রান করেন গিলক্রিস্ট। আর কিপার হিসেবে নেন ৩৭৯টি ক্যাচ।

অস্ট্রেলিয়ান আরেক সাবেক তারকা ক্রিকেটার ইয়ান হিলি ১১৯ টেস্টে ব্যাট হাতে ৪টি সেঞ্চুরি সাহায্যে ৪ হাজার ৩৫৬ রান সংগ্রহের পাশাপাশি কিপিংয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৬৬টি ক্যাচ নেন।

অস্ট্রেলিয়ান আরেক তারকা ক্রিকেটার রডনি মার্শ জাতীয় দলের হয়ে ৯৬ টেস্টে ৩টি সেঞ্চুরি সাহায্যে ব্যাট হাতে ৩ হাজার ৬৩৩ রান সংগ্রহের পাশাপাশি কিপিংয়ে নেন ৩৪৩টি ক্যাচ।

Exit mobile version