Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় পরিকল্পনামন্ত্রী

সিলেটে ত্রাণ দেওয়ার আসার পথে নরসিংদীর রায়পুরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল বুধবার সকালে নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় তিনি শুকরিয়া আদায় করেন। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। ২৭ রমজানের ফজলিয়তে নতুন জীবন ফিরে পেলাম।

জানা যায়, দুর্ঘটনায় পরিকল্পনামন্ত্রীর পাজেরো গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

এ ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে।

Exit mobile version