Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে কক্সবাজারে ২৫ গ্রাম প্লাবিত

কক্সবাজারে থেমে থেমে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাগর এখনো উত্তাল রয়েছে। সকল ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া ও টেকনাফ উপজেলার ২৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকছে লোকালয়ে।

এছাড়া জোয়ারের পানিতে তলিয়ে গেছে অনেক ক্ষেত-খামার ও মাছের ঘের। নষ্ট হয়ে পড়েছে পানের বরজ।

এদিকে কক্সবাজার জেলার বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া প্রায় ১৫ হাজার মানুষ নিজ বাড়িঘরে ফিরে যেতে শুরু করেছে।

অপরদিকে বৃষ্টির পানিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বেশ কিছু এলাকা জলাবদ্ধতা হয়েছে। বাতাসের তোড়ে রোহিঙ্গা ক্যাম্পে কিছু ঝুপড়ি ঘরের ছাউনি উপড়ে যায়। তবে কক্সবাজারের কোথাও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Exit mobile version