Site icon Jamuna Television

করোনা উপসর্গ নিয়ে মমেক নার্সের মৃত্যুতে বিবিজিএনএস’র শোক

আজ বৃহস্পতিবার ভোর রাতে করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস’ সোসাইটি (বি.বি.জি.এন.এস)। ওই নার্স শহরের আমলা পাড়ায় নিজ বাসায় মারা গেছেন।

সংগঠনটির দফতর সম্পাদক মুহা. ফিরোজ রেজা তুহিন স্বাক্ষরিত এক শোকবার্তায় শোক প্রকাশ করেন সংগঠনটির সভাপতি নাছিমুল হক ইমরান ও সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন বাবু।

নার্সের মৃত্যুর বিষয়ে ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ এবিএম মশিউল আলম জানান ওই নার্স শ্বাসকষ্ট জনিত কারণে মারা গেছেন। এছাড়া গত এপ্রিল মাসের ২৪ তারিখ ওই নার্স করোনায় আক্রান্ত হন। এরপর চলতি মাসের ৮ ও ১৩ তারিখ দুই দফা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

মৃত্যুর পর আবারও নমুনা নেয়া হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা বলে জানান সিভিল সার্জন।

Exit mobile version