Site icon Jamuna Television

ঝড়ের মধ্যেই ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতনিধি
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় নিজ শোবার ঘর থেকে জাহাঙ্গীর নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কচাকাটা থানা পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত যুবকের স্ত্রীসহ পিতা-মাতাকে আটক করে পুলিশ।

নিহত জাহাঙ্গীর বলদয়িা ইউনিয়নের পশুরাম কুটি গ্রামের মোজাম্মলে হকের পুত্র।

বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলছেুর রহমান জানান, বুধবার দিবাগত রাতে স্ত্রী শাপলা খাতুনসহ জাহাঙ্গীর তার ঘরে ঘুমাতে যায়। পরে গভীর রাতে স্বামীর গোঙ্গানোর শব্দ পায় শাপলা। এসময় শাপলা তার শ্বশুর এবং শাশুড়ি ডাকে। সবাই ঘরে ঢুকে জাহাঙ্গীরের গলাকাটা দেহ খাটের ওপর দেখতে পায়।

বৃহস্পতবিার সকালে কচাকাটা থানার পুলিশ লাশ উদ্ধার করে এবং শাপলা খাতুনসহ জাহাঙ্গীরের পিতামাতাকে থানায় নিয়ে যায়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Exit mobile version