Site icon Jamuna Television

চট্টগ্রাম ও মোংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু

চট্টগ্রাম ও মংলা বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের শক্তি ক্ষয় হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে অ্যালার্ট ফোর। গভীর সমুদ্রে অবস্থান নেওয়া একশ’টি জাহাজ আবারও ভিড়তে শুরু করেছে জেটিতে।

ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী কার্যক্রম স্বাভাবিক রাখতে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে কাজ করছে ৩টি কন্ট্রোল রুম। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে, চলছে পণ্য উঠা-নামার কাজ। গেল দু’দিন বন্দরের স্বাভাবিক কার্যক্রম স্থগিত থাকায়, এক ধরণের জট তৈরি হয়েছে তা নিরসনে কাজ করছে বন্দর প্রশাসন।

কর্মকর্তারা জানিয়েছেন, জেটিতে ফিরছে অনেক জাহাজ। শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী নদীতে নোঙ্গর করা লাইটারেজ জাহাজ চলাচল শুরু করেছে। এখন মংলা বন্দরে ১১টি বিদেশী জাহাজ নিরাপদ অবস্থানে রয়েছে।

Exit mobile version