Site icon Jamuna Television

দেশে রেমডেসিভিরের বাজারজাত শুরু করলো বেক্সিমকো

কোভিড-১৯ এর চিকিৎসায় বিশ্বের প্রথম অনুমোদিত জেনেরিক রেমডেসিভিরের বাজারজাত শুরু করল বেক্সিমকো ফার্মা। সাথে সাথে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে বিতরণের ঘোষণা দিয়েছে ঔষুধ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠান।

সকালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে প্রতীকি ঔষুধ তুলে দেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

তিনি জানান, বহুল প্রতীক্ষিত এই রেমডেসিভির জেনেরিক সংস্করণ বাজারজাতকরণে বেক্সিমকো ফার্মাই বিশ্বের প্রথম প্রতিষ্ঠান। ঔষুধটি কোভিড-১৯ এ গুরুতর অসুস্থ রোগীর রক্তনালীতে ইনজেকশন হিসেবে প্রয়োগ করা হয়।

বেক্সিমকো ফার্মার মহৎ এ উদ্যোগের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো।

Exit mobile version