Site icon Jamuna Television

করোনায় মারা গেলেন পুলিশের আরেক সদস্য

এবার করোনায় মারা গেলেন পুলিশের আরেক সদস্য। করোনা আক্রান্ত হয়ে মৃত এই পুলিশ সদস্যের নাম মোখলেসুর রহমান, তিনি করোনায় মৃত্যুবরণকারী পুলিশের ১০ম সদস্য।

আজ বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।

মোখলেসুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশের কন্সটেবল পদে কর্মরত ছিলেন। করোনায় জীবন দিলেন পুলিশের ১০ম সদস্য। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

কন্সটেবল মোখলেস ছাড়া বাকি ৯ জন মৃত্যুবরণকারী সদস্য হলেন ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই মো. আব্দুল খালেক, ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ , পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন, পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায়, এসআই জালাল উদ্দিন, ট্রাফিক কন্সটেবল মো. নঈমুল হক, এসবির এসআই মুজিবুর রহমান।

Exit mobile version