Site icon Jamuna Television

সাড়ে পাঁচ কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার, ৬৬ কোটি টাকা বিতরণ

করোনা দুর্যোগে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার বুধবার পর্যন্ত সারাদেশে প্রায় সোয়া এক কোটি পরিবারের প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে। সরকার এই ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। বাসস।

আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল বুধবার পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৭২ হাজার ৪৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮৮০ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ২২ লাখ ৪২ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ৫ কোটি ৪১ লাখ ৭০ হাজার।

নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৯৭ কোটির বেশি টাকা। বিতরণ করা হয়েছে ৬৬ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৭৩ লাখ ১৫ হাজার ১০ এবং উপকারভোগী লোকসংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৬৬ হাজার।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ২০ কোটি ৭৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৬ কোটি৭০ লাখ ১৯ হাজার ৩৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় ৫ লাখ ১৩ হাজার ৪৮৫ এবং লোক সংখ্যা ১০ লাখ ৮৮ হাজার ৫৯৮।

Exit mobile version