Site icon Jamuna Television

আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু

প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে অন্তত ৭২ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া আহত হয়েছে আরও তিনশোর বেশি মানুষ।

আম্পানের ধ্বংসলীলায় লণ্ডভণ্ড রাজ্যের বেশিরভাগ এলাকা। রাতভর ঝড়ের পর অনেকটা অচেনা নগরীতে পরিণত হয়েছে কলকাতা। প্লাবিত হয়েছে সুভাষচন্দ্র বসু বিমানবন্দরও।

এদিকে বিধ্বংসী ঝড় আর জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা। ভেঙে পড়েছে ১০ হাজারের বেশি বসতভিটা, হাজারও গাছপালা। একইসাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন লাখো বাড়িঘরে। আর্থিক ক্ষয়ক্ষতি যাচাইয়ে কয়েকদিন লেগে যেতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Exit mobile version