Site icon Jamuna Television

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার করোনা শনাক্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু

করোনা আক্রান্ত হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই এ তথ্য নিশ্চিত করেন অপু।

ওই পোস্টে অপু উল্লেখ করেন, গত ৪ দিন আগে আমার শরীর খারাপ অনুভুত হয়। জ্বরের মত উপসর্গ দেখা দেয় শরীরে। এরপর আমি নিজ বাসায় আলাদা রুমে আইসোলেশনে চলে যাই। এরপর করোনা পরীক্ষার জন্য যোগাযোগ করে নমুনা দিলে আজ রিপোর্ট এসেছে করোনা পজেটিভ।

অপু আরও উল্লেখ করেন, করোনা দূর্যোগে তিনি প্রায় প্রতিদিনই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অফিস করেছেন। পাশাপাশি মন্ত্রণালয়ের করোনা সেলেও দায়িত্ব পালন করেছেন। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেটেড হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।

উল্লেখ্য, শরীফ মাহমুদ অপু ২৮তম ব্যাচের তথ্য কাডার অফিসার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা হিসেবে মন্ত্রণালয়ের করোনা সেলের দায়িত্বে ছিলেন তিনি।

Exit mobile version