Site icon Jamuna Television

ইরানে প্রায় ১০ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে ইরানে প্রায় ১০ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা আইএলএনএ’র বরাতে রয়টার্স এমন খবর দিয়েছে।

বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাণঘাতী ভাইরাসটিতে ১০ হাজারের মতো স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের অনেকেরই মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, দেশটিতে এক লাখ ২৬ হাজার ৯৪৯ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। যাদের মধ্যে সাত হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৪০৮ জন। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি করোনার প্রাদুর্ভাব ঘটেছে মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানে।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে চীনের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে প্রথম করোনার প্রকোপ শুরু হয়। পরবর্তীতে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

Exit mobile version