Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সারা দেশে মৃত্যু ১৭

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সারা দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের।

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সারা দেশে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাতক্ষীরায় মারা গেছে আরও দু’জন।

লণ্ডভণ্ড উপকূলের মানুষ এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত। মাথা গোঁজার ঠাঁইটুকু মেরামত করছেন তারা। পানিতে তলিয়ে যাওয়া ফসল কোনোরকমে কেটে ঘরে তোলার চেষ্টা ক্ষতিগ্রস্ত চাষিদের।

উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে আম চাষিদের। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় পানির তোড়ে ভেঙে যাওয়া বাঁধ মেরামতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন সংস্কারের কাজ শুরু হয়েছে কয়েকটি জায়গায়।

এদিকে, আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। ক্ষতিগ্রস্তরা আছে ত্রাণের অপেক্ষায়।

Exit mobile version