Site icon Jamuna Television

নাটোরে পথ-শিশুদের মাঝে পুলিশের ঈদ উপহার

পথ-শিশুদের মাঝে ঈদের উপহার দিচ্ছেন পুলিশ সুপার।

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরে ১২০ জন পথ-শিশুদের মাঝে ঈদের উপহার দিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শিশুদের মাঝে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে আতপ চাল, লাচ্চা সেমাই, চিনি, গুড়া দুধ, ঘি, সরিষার তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসাদুজ্জামান আসাদ, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল আকতারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

Exit mobile version