Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। শুক্রবার বিকেলে তিনি নিজেই সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

তিনি জানান, চার পাঁচ দিন আগে খানিকটা জ্বর অনুভব করায় প্রাথমিক চিকিৎসা নেন তিনি। এরপর বুধবার নিজেই করোনা পরীক্ষার উদ্যোগ নেন। বুধবার তার রক্তের নমুনা সংগ্রহ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।

বৃহস্পতিবার ওই কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। শফিউল আলম নাদেল আরও জানান, বৃহস্পতিবার রাতে করোনা শনাক্ত হওয়ার তথ্য জানার পর থেকেই তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। এখন সুস্থ আছেন জানিয়ে সকলের দোয়া চেয়েছেন নাদেল।

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলে শফিউল আলম নাদেল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তিনি দলটির ময়মনসিংহ বিভাগের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালকের দায়িত্ব পালন করছেন।

Exit mobile version