Site icon Jamuna Television

ফেনীতে ‘আল্লাহ’ ও ‘মুহাম্মদ’ নামে দৃষ্টিনন্দন ভাস্কর্য

ফেনী প্রতিনিধি:

ফেনী শহরের মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঝর্ণাধারা সম্বলিত দৃষ্টিনন্দন ‘আল্লাহ’ ও ‘হযরত মুহাম্মদ সা.’ এর নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণ উদ্বোধন হয়েছে।

আজ শুক্রবার বিকালে মিয়াজী বাড়ী সড়কের সামনে অবস্থিত ভাস্কর্যটির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর তত্ত্বাবধানে আমন্ত্রিত অতিথি ছিলেন পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির খান, পৌর যুবলীগ সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ ও ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদ জিএস রবিউল হক রবিন প্রমুখ।

সরেজমিনে দেখা গেছে, শহরের মহিপাল পেট্টোল পাম্প সংলগ্ন মিয়াজী বাড়ী সম্মুখস্ত মহাসড়কের পাশে পৌরসভার অর্থায়নে মহান আল্লাহ ও হযরত মুহাম্মদ (সা.) এর নামে ভাষ্কর্য নির্মাণ করা হয়। নির্মাণের দায়িত্ব পান ঠিকাদারি প্রতিষ্ঠান বেস্ট কনস্ট্রাকশন। ভাস্কর্যটি উচ্চতায় সাড়ে ১৪ ফূট। সুউচ্চে আরবী অক্ষরে ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ লেখা রয়েছে। রাতে আলোর জ্বলকানিতে পানির ফোয়ারায় সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ হবে।

Exit mobile version