Site icon Jamuna Television

অসহায় পরিবারের মধ্যে মাছ-সবজি ও ঈদ উপহার বিতরণ স্বেচ্ছাসেবক দল সভাপতির

করোনা মহামারিতে কাজ হারিয়ে অসহায় হয়ে পড়া লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ, অসহায় পরিবারের মধ্যে মাছ ও সবজি, ঈদের খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজারের মতো সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর পৃষ্ঠপোষকতায় ধারাবাহিকভাবে এসব পণ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। শফিউল বারী বাবু জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের সহযোগিতা করবো। নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পাশাপাশি তাদেরকে সুরক্ষা সামগ্রীও দেয়া হচ্ছে। ঈদ উপলক্ষে সেমাইসহ বিভিন্ন খাবার দিয়ে তাদের উৎফুল্ল রাখার চেষ্টা করছি আমরা।

এছাড়া লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় কয়েকশত দুস্থ, অসহায়, কর্মহীন মানুষের মধ্যে কয়েকদফায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন রামগতি উপজেলার যুবদলসহ বিভিন্ন সংগঠন।

Exit mobile version