Site icon Jamuna Television

করোনার ভ্যাকসিন তৈরির দাবি রাশিয়ার, পাওয়া গেছে সফলতা

করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে আরও একধাপ এগিয়ে যাওয়ার ঘোষণা দিলো রাশিয়া। মানবদেহে কার্যকর এমন ভ্যাকসিন তৈরির দাবি করেছে রুশ গবেষণা প্রতিষ্ঠান বায়োক্যাডের।

মানবদেহে ভ্যাকসিনটি পরীক্ষার প্রক্রিয়াও প্রায় শেষের দিকে। চলতি বছরই হাতে আসবে এ ভ্যাকসিন।

এর আগে, সেইন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউ কোভিড নাইনটিনের কার্যকর প্রতিষেধক তৈরির দাবি জানায়। লেভিলিম্যাব নামের এই ওষুধটি ব্যবহৃত হয়, আর্থ্রাইটিসের চিকিৎসায়। ভ্যাকসিনে কিছু পরিবর্তন এনে পরীক্ষা চালানো হয় করোনা আক্রান্তদের শরীরে। সেখান থেকে সফলতা পান গবেষকরা। তারা বলেন, আগামী মাসে আরও তিনধাপে মানবদেহে পরীক্ষা শুরু হবে।

Exit mobile version