Site icon Jamuna Television

ফরিদপুরে সেনাবাহিনীর এক মিনিটের বাজার

সাইক্লোন আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্ত ফরিদপুরে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সাভার সেনানিবাসের ২৮ ব্রিগেড কমান্ডের সেনা সদস্যরা। সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনে সেই পণ্যে বিনামূল্যের বাজার করার আয়োজন করেছে তারা।

ফরিদপুরে শনিবার বসবে ‘এক মিনিটের বাজার’। দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত এ বাজার খোলা থাকবে। শহরের শেখ জামাল স্টেডিয়ামে এ বাজার থেকে এক মিনিটে আটটি পণ্য নিয়ে বাড়ি ফিরতে পারবেন ফরিদপুর পৌরসভার দুস্থ ৫’শ ব্যক্তি। এ জন্য তাদের কোনো টাকা দিতে হবে না।

এক মিনিটের বাজারে যে পণ্যগুলি দেওয়া হবে সেগুলো হলো, পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, আলু, চিনি, লবন, বেগুন, মিষ্টি কুমড়ো ও আটা।

সাভার সেনানিবাসের ফরিদপুরের দায়িত্বপ্রাপ্ত ইউনিট এর অধিনায়ক লে. কর্ণেলে মো. মাসুদ পারভেজের তত্ত্বাবধানে এ বাজার পরিচালিত হবে।

জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ফরিদপুর পৌরসভার দুস্থ ৫’শ ব্যাক্তিকে এ বাজার থেকে উল্লেখিত পণ্য দেয়া হবে। দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে উর্দ্ধতন সেনা কর্মকর্তা ছাড়াও উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

Exit mobile version