Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় বিশ্বে এক লাখ আট হাজার করোনা রোগী শনাক্ত

২৪ ঘণ্টায় করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। মহামারির পাঁচ মাসে এই প্রথম, দিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে, এক লাখ আট হাজার। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ লাখ।

মাঝে কিছুদিন কমার পর ফের ৫ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২শ’ মৃত্যুর পর, মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে, তিন লাখ ৪০ হাজারের কাছাকাছি। যুক্তরাষ্ট্রে শুক্রবার মারা গেছেন, প্রায় ১৩শ’ মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ৯৭ হাজারের বেশি। সংক্রমণের দিক দিয়ে, বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ এখন ব্রাজিল। দেশটিতে তিন লাখ ৩০ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। নতুন প্রাণহানি হয়েছে, প্রায় এক হাজার। হঠাৎই মৃত্যু বেড়েছে স্পেনে। দেড় মাসে প্রথমবার দিনে প্রায় ৭শ’ মৃত্যু দেখেছে দেশটি। মৃত্যু তুলনামূলক কম হলেও, কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা তিন লাখ ২৬ হাজার ছাড়িয়েছে রাশিয়ায়।

Exit mobile version