Site icon Jamuna Television

করোনাভাইরাসের কারণে মেক্সিকোর পেশাদার ফুটবল লিগ বাতিল

করোনাভাইরাসের কারণে বাতিল করা হলো মেক্সিকোর পেশাদার ফুটবল লিগ। লিগ ইতিহাসে এবারই প্রথম কোন চ্যাম্পিয়ন দেয়া মেলেনি।

মেক্সিকোতে কোভিড ১৯ এর সংক্রমণ ধরা পড়ার দুই সপ্তাহ পরে ১৫ মার্চ থেকে বন্ধ আছে দেশটির পেশাদার ফুটবল লিগ। ইউরোপের লিগ গুলো যখন শুরু হতে যাচ্ছ তখন আশাবাদি ছিলো মেক্সিকোর ক্লাবগুলোও। কিন্তু লিগ টেবিলের তিন নম্বর ক্লাব স্যান্টোস লেগুনার স্কোয়ার্ডের ১২ জন ফুটবলারের মাঝে করোনার সংক্রমণ পাওয়া গেলে বড় ধাক্কা খায় লিগ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত মৌসুম বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এক পয়েন্টের লিড নিয়ে ক্রুজ আজুল শীর্ষে থাকলেও চ্যাম্পিয়ন ঘোষণা হয়নি কাউকে। তবে কনকা,কাফ চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে ক্লাবটি।

Exit mobile version