Site icon Jamuna Television

টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

টঙ্গীর মাঝার বস্তিতে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। র‍্যাবের দাবি, নিহত মো. হাসান একজন মাদক ব্যবসায়ী।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টঙ্গীর মাঝার বস্তিতে মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযানে যায় টহল দল। উপস্থিতি টের পেয়ে র‍্যাব কে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। একপর্যায়ে দু পক্ষের গোলাগুলিতে মো. হাসানের মৃত্যু হয়। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের ১৬টি মামলা আছে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

Exit mobile version