Site icon Jamuna Television

ভিডিও কলে সাক্ষী রেখে বাবাকে কুপিয়ে হত্যা

জুম ভিডিও কলে সাক্ষী রেখে বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে। পরে প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে পুলিশ এসে ওই ঘাতক ছেলেকে গ্রেফতার করে। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অমিতিভিল এলাকায়। খবর বিবিসি।

জানা যায়, ঘাতক ও ছেলের নাম থমাস স্কুলি পাওয়ারস (৩২)। সাউথ ওকস হাসপাতালের কাছেই বাড়ি থমাসদের। সেখানেই বাবা ৭২ বছর বয়সী ডুইট পাওয়ারকে খুন করে থমাস।

খুনের পরই বাড়ি থেকে পালায় থমাস। এক ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করে। তবে, আহত হওয়ায় থমাসকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কেনো এই খুন করা হলো তা পুলিশ জানাতে পারেনি।

Exit mobile version