Site icon Jamuna Television

ইঁদুরের আঁকা ছবি লাখ টাকায় বিক্রি!

ইঁদুরের আঁকা ৬০ টি ছবি লাখ টাকায় বিক্রি হয়েছে। প্রতিটি ছবি ২০ পাউন্ড করে বিক্রি হয়। এমনকি কিনেছে সেই দক্ষিণ কোরিয়া-অস্ট্রেলিয়া থেকে। এ ঘটনা ঘটেছে লন্ডনের ম্যানচেস্টারে।

জানা যায়, ১৯ বছর বয়সি জেস ইন্ডসেথ ২০১৮ সালে একটি ইঁদুর কিনেন। একদিন সে তার আঁকার কাজ করছিলেন। তখন পোষা ইঁদুরের আচরণ দেখে অবাক লাগে। তারপর তার আঁকার সরঞ্জাম দিয়ে খেলতে দিলে ইঁদুরটি শৈল্পিক চিত্র তৈরি।

এরপর জেস তার পোষা ইঁদুরের আঁকা ছবি প্রথমে তার ইনস্টাগ্রামে দেন। এরপরই বিখ্যাত হয়ে উঠে পোষা ইঁদুর ‘র‍্যাটিস’।

কিছুদিন পর লোকেরা যখন ছবিগুলো কিনতে চায় তখন জেস তা অনলাইন শপে বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। র‍্যাটিসের আঁকা ৬০ টি ছবির প্রতিটি ২০ পাউন্ড করে বিক্রি হয়ে যায়। যা বাংলাদেশি টাকায় এক লাখ ২৪ হাজার টাকা উপরে দাম পরে।

এখন দেশ বিদেশ থেকে র‍্যাটিসের আঁকা ছবির অর্ডার পাচ্ছেন জেস।

Exit mobile version